Jalpaiguri : চা বাগানে চিতাবাঘের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

আরও পড়ুন

আবারও চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘের দেহ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির মেটেলি ব্লকের কিলকোট চা বাগানের শিব বাড়ি সেকশন এলাকায়। জানা গেছে, এবার একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের পচাগলা দেহ উদ্ধার করা হ’ল চা বাগান থেকে।

প্রসঙ্গত, সোমবার চা বাগানে কাজ করার সময় শ্রমিকরা পচা গন্ধ পায়। এরপরেই কাছে গিয়ে দেখে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের পচাগলা দেহ পরে আছে। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়।আসেন বাগান ম্যানেজারও।খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।শ্রমিকরা জানান সম্ভবত ৩ থেকে ৪ দিন আগেই মারা গেছে চিতাবাঘটি। জানা গেছে, চিতা বাঘটির শরীরের অনেকটা মাংস পচে গেছে যারফলে দুর্গন্ধ বের হচ্ছিল। উল্লেখ্য খুনিয়া স্কোয়াডের রেঞ্জার প্রফুল্ল সরকার বলেন, দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। কিছুদিন আগেই ডুয়ার্সের গেন্দ্রাপাড়া চা বাগান থেকে একটি চিতাবাঘের পচা-গলা দেহ উদ্ধার করা হয়েছিল। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কি বলছেন শুনব-

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close