জঙ্গল থেকে গ্রেফতার করা হল তিন চোরাশিকারীকে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখান থেকেই৩ জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে বন্ধুকও বাজেয়াপ্ত করেছে বন দফতর। সূত্রের খবর, বন্দুকটির । ঘটনার তদন্ত চলছে।
সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে ধূপগুড়ির জঙ্গলে ঢুকে ধৃতরা এক রাউন্ড গুলি চালায়। তদন্তে জানা গেছে, তাদের কাছে লাইসেন্স রয়েছে। সেই খবর পেয়ে রাতে বনকর্মীরা অভিযানে নামে। অভিযান চালিয়ে তারা ওই অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করে। ধৃতদের বুধবার আদালতে তুলে রিমান্ডের আবেদন জানানো হয়েছে। ধৃতদের দাবি, নিরাপত্তার কারনেই তারা গুলি চালিয়েছিল। কিন্তু গভীর রাতে তারা কেন জঙ্গলে ঢুকেছিল, কিসের জন্যই বা ঢুকেছিল তার কোনও সঠিক উত্তর তারা দিতে পারেনি। ধৃতদের এবিষয়ে জিজ্ঞেস করা হলে তাদের কথায় অসঙ্গতি পাওয়া যায়। এরপর বন দফতরের কর্মীরা তাদের গ্রেফতার করে। কর্মীদের অনুমান, তারা বন্যপ্রাণী শিকারের উদ্দেশ্যেই জঙ্গলে হানা দিয়েছিল। তদন্ত শুরু হয়েছে।
ফোর্টিন টাইমলাইন, ধূপগুড়ি।