বাড়ির পাশের নদী থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকাজুড়ে। বুধবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের একহালিয়ায়। মৃত ওই ব্যক্তির নাম গোবিন্দ রায়, বয়স ৪০ বছর।
সূত্রের খবর, মঙ্গলবার রাত ৯টা নাগাদ বাড়ি থেকে বের হন গোবিন্দবাবু। সঙ্গে তিন হাজার টাকা ও কিছু নথিপত্র নিয়ে তিনি বেরিয়েছিলেন বলে জানা যায়। লোন নেওয়ার জন্য কিছু নথিপত্র জেরক্স করতে যাচ্ছেন বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর প্রায় রাত সাড়ে ১১টা নাগাদ ফোনে স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল তার।
মৃত গোবিন্দবাবুর স্ত্রী বাসন্তী রায় জানান, বাড়ি ফেরার কথা জানিয়েছিলেন গোবিন্দ। কিন্তু এরপর তাকে আর ফোনে পাওয়া যায়নি। বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও বাড়ির লোকজন তার সন্ধান পান না। এদিন সকালে স্থানীয়রাই প্রথম শৌলি নদীতে তার দেহ ভাসতে দেখেন। ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের পরিবারের দাবি, এটি কোনও আত্মহত্যার ঘটনা নয়। পরিকল্পিতভাবে গোবিন্দবাবুকে খুন করা হয়েছে। এটি খুন নাকি আত্মহত্যা, পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, ময়নাগুড়ি।