Jalpaiguri : জনসভা শুরুর আগে মন্দিরে পুজো দিলেন অভিষেক

আরও পড়ুন

জলপাইগুড়ির ঐতিহ্যবাহি জটিলেশ্বর মন্দিরে পুজো দিলেন অভিষেক বন্দোপাধ্যায়।

সূত্রের খবর, তৃণমূলের নব জোয়ার জন সংযোগযাত্রার ময়নাগুড়ি ভোটপট্টী এলাকায় জনসভা করার আগে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী জটিলেশ্বর মন্দিরে দুপুরে পুজো দেন তিনি। এরপর জনসাধারনের উদ্দেশ্যে কুশল বিনিময় করেন। এরপর পদ্যশ্রী মঙ্গলাকান্ত রায় বিশিষ্ট সারিন্দা বাদক ও শহিদ ভোম্বলের মা কে সম্মাননা দেয়। তারপর তিনি জনসভায় উপস্থিত হন।

জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close