পাচারের হওয়ার আগেই উদ্ধার করা হল ২০ লক্ষ টাকার বার্মা টিক সেগুন। গ্রেফতার করা হয়েছে ২ পাচারকারীকেও। গোপন সূত্রে খবর পেয়ে ৩১ নম্বর জাতীয় সড়কের দশ দরগা এলাকায় উপস্থিত ছিলেন বৈকণ্ঠপুর বনবিভাগের আধিকারিকেরা।
সূত্রের খবর, সোমবার সকালে ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে ১৬ চাকার সেই লরিটি করে বার্মা টিক সেগুন কাঠ পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা। কিন্তু তাদের এই অভিযান অসফল হয়। দাঁড় করানো হয় লরিটিকে। শুরু হয় চিরুনি তল্লাশি। প্রথমে তারা দেখতে পান অনেকগুলি বস্তা রয়েছে এবং সেই বস্তাগুলিতে রয়েছে ভাঙা কাচের বোতল। এরপর রেঞ্জার সঞ্জয় দত্তের নির্দেশে নামানো হয় সব বস্তা সঙ্গে সঙ্গেই উদ্ধার হয় বার্মাটিক সেগুন।
উদ্ধার করা বার্মা টিক এর বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। সেই সঙ্গে আটক করা হয় লরির ডাইভার এবং খালাসীকে। তারা দুজনেই উত্তর প্রদেশের বাসিন্দা বলে খবর। ধৃত দু’জনকে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। মেঘালয় থেকে কলকাতায় বার্মা টিক পাচারের চেষ্টা করছিল পাচারকারীরা।
ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।