বাড়ির ভেতর থেকে বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে, রবিবার ভোরে চালসা স্কুল পাড়ায় সমর দেবনাথ নামের এক বাসিন্দার বাড়িতে চুরি হয়েছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গোটা ঘটনা সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। সিসিটিভি ফুটেজে ধারাল অস্ত্র নিয়ে এক দুষ্কৃতীকে সমরবাবুর বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকতে দেখা যায়। সেই দুষ্কৃতী বাইক চুরি করে পালায়। সমরবাবু জানান, তিনি বা তাঁর স্ত্রী কোনও শব্দ পাননি। সকালে উঠে দেখেন, বাড়ির গেট খোলা। বাইক চুরি হয়েছে। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশ তদন্ত শুরু করেছে।
ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।