ধূপগুড়ি : অ্যাম্বুলেন্স থেকে বাজেয়াপ্ত মদের বোতল

আরও পড়ুন

অ্যাম্বুলেন্সে মদ পাচারের সময় ধুপগুড়িতে ধরা পড়ল বেআইনি মদের বোতল। স্থানীয়দের দেখে চালক-সহ পাচারকারীরা পালিয়ে যায়। পুলিশ অ্যাম্বুলেন্সটিকে আটক করেছে। অ্যাম্বুলেন্সের ভেতর থেকে উদ্ধার হয়েছে কয়েক হাজার টাকার বেআইনি মদ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, অসম থেকে একটি অ্যাম্বুলেন্স শিলিগুড়ির দিকে আসছিল। ধূপগুড়ি থানার এশিয়ান হাইওয়ের পাশে দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে থাকায় স্থানীয় মানুষের সন্দেহ হয়। বিষয়টি জানা জানি হতেই এলাকার মানুষ অ্যাম্বুলেন্সটির কাছে চলে আসে। স্থানীয় মানুষদের দেখে অ্যাম্বুলেন্সে থাকা চালক-সহ পাচারকারীরা পালিয়ে যায়। তাদের মধ্যে এক মহিলাও ছিল। স্থানীয় মানুষ অ্যাম্বুলেন্সের ভেতরে তল্লাশি চালিয়ে স্টেচারের নিচে থেকে বেশকিছু মদের পেটি উদ্ধার করে। জানা গেছে এই মদগুলি অসমের তৈরি সেগুলি শিলিগুড়িতে আনা হচ্ছিল। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার পুলিশ। পুলিশ অ্যাম্বুলেন্সটিকে বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে বেআইনি মদগুলি। মদ পাচারের সঙ্গে করা করা যুক্ত পুলিশ তা খতিয়ে দেখছে। ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, ধূপগুড়ি, জলপাইগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close