Jalpaiguri : আবারও দইখাওয়া থেকে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ

আরও পড়ুন

শনিবার রাতে ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারি এলাকা থেকে উদ্ধার হল একটি কচ্ছপ।

স্থানীয় লোকজন দইখাওয়া নদী থেকে কচ্ছপটি উদ্ধার করে। পরবর্তীতে সেটিকে বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের হাতে তুলে দেয়।

বন দপ্তর সূত্রে খবর, কচ্ছপটি ইন্ডিয়ান রুফড টারটেল প্রজাতির এবং এই অঞ্চলে সচরাচর পাওয়া যায়। তবে এটি বন্য আইন অনুযায়ী তপশিল ১ প্রজাতিটি সংরক্ষিত। বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা বলেন কচ্ছপটিকে উদ্ধার করার পর সেটিকে সুরক্ষিত স্থানে ছেড়ে দেওয়া হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, ধূপগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close