Jalpaiguri : বিভিন্ন উৎসবের কারণে ব্যবসা বন্ধের ভাবনা স্থগিত জেলায়

আরও পড়ুন

আগামী ২৬ জানুয়ারি ব্যবসা বন্ধ রাখা থেকে বিরত থাকছে জলপাইগুড়ি রেডিমেড গারমেন্টস ডিলার্স অ্যাসোসিয়েশন। সংগঠনের বক্তব্য, এবছর ব্যবসার পরিস্থিতি এবং সরস্বতী পুজো ছাড়াও বিয়ের তারিখের দিকে লক্ষ্য রেখে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই দিক থেকে জলপাইগুড়ি শহরের ১২৭টি দোকান খোলা থাকছে বলে সংগঠনের সভাপতি পিনাকি রায় জানিয়েছেন। ব্যবসায়ীদের এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন অনেক ক্রেতাই।

বিগত ৫ – ৭ বছর আগে থেকে ১৫ আগষ্ট এবং ২৬ জানুয়ারি উপলক্ষে জলপাইগুড়ি শহরের সমস্ত ব্যবসা বন্ধ রাখা হয়ে আসছে। ব্যবসায়ী সংগঠনগুলির বক্তব্য, ব্যবসায়ীদের অধিকাংশই দেশের এই গুরুত্বপূর্ণ দিবসে ছুটি পালন করেন এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হন। কিন্তু করোনার সংক্রমণ রুখতে গত দু-বছর সরকারিভাবে লকডাউনের ফলে ব্যবসা ক্ষতির মুখে পড়েছে। এবছরও ব্যবসা ভালো নয় বলে মন্তব্য ব্যবসায়ীদের একাংশের। জলপাইগুড়ি রেডিমেড গারমেন্টস ডিলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পিনাকি রায় বলেন,অন্যান্য ব্যবসার সঙ্গে তাদের ব্যবসা কিছুটা পৃথক। তাদের সিজিনাল পোশাক রাখতে হয়। কিছুদিন পরে সেগুলি তুলে রাখতে হবে। এই মুহূর্তে ব্যবসা খোলা না রাখলে সমস্যা হবে। তাছাড়া ২৬ তারিখ সরস্বতী পুজো এবং বিয়ে দুটোই রয়েছে , আবার ২৭ তারিখও বিয়ে। সুতরাং সংগঠন সদস্যদের সঙ্গে কথা বলে এবছর খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই বক্তব্য সংগঠনের সদস্য শ্যাম সাহারও। তিনি বলেন, করোনার পরবর্তী সময়ে ব্যবসা খারাপ। বিশেষ করে রেডিমেড গার্মেন্টেস-এর অবস্থা আরও খারাপ। আবার এবছর ২৬ জানুয়ারিতে সরস্বতী পুজো, বিয়ে সবই আছে তাই এমন সিদ্ধান্ত। এদিকে ক্রেতা বিপাশা দত্ত বলেন, যারা চাকরিজীবী , দোকান বন্ধ থাকলে তাদের অসুবিধার মধ্যে পড়তে হয়। তবে এবারের সিদ্ধান্ত আগামী বছরগুলিতে থাকলে বরঞ্চ সুবিধে হবে।

জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close