Jalpaiguri : জঙ্গল থেকে রাস্তায় হাতি, বেশ কিছুক্ষণ বন্ধ যান চলাচল

আরও পড়ুন

আবারও ডুয়ার্সের জঙ্গল থেকে রাস্তায় চলে এল হাতি। ফলে দীর্ঘক্ষণ বন্ধ থাকল যান চলাচল। মাল- শিলিগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কে বুধবার বিকেলে এমনই দৃশ্য নজরে আসে চালক থেকে শুরু যাত্রীদের। যার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিও-তে দেখা যাচ্ছে, জঙ্গল থেকে হাতিটি রাস্তায় চলে আসার পর একটি যাত্রীবাহী বাসের একদম সামনে চলে আসে। তবে বাসটির কোনও ক্ষতি না করেই হাতিটি আবার জঙ্গলে ঢুকে পড়ে। এরপর যান চলাচল শুরু হয়। বাসের যাত্রী সোহিনী নাহার এই ভিডিওটি ক্যামেরাবন্দি করেছেন বলে জানা গেছে। সূত্রের খবর, বাসের চালক হাতিটিকে দেখার পর গাড়ির গতিবেগ কমিয়ে দেন। ফলে বড়োসড়ো দূর্ঘটনার থেকে রক্ষা পায়। ঘটনায় বাসচালককে ধন্যবাদ জানিয়েছেন পরিবেশ প্রেমীরা। উল্লেখ্য, কিছুদিন আগেই ডুয়ার্সের রেললাইনের ওপর হাতি চলে আসার ঘটনা নজরে পড়েছে এবং চালকের তৎপড়তায় রক্ষা পায়।

দেখে নিন সেই ভিডিও –

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close