Jalpaiguri : চলন্ত বাসে আগুন! বড়-সড় দুর্ঘটনা থেকে রক্ষা

আরও পড়ুন

হঠাৎই চলন্ত বাসে দেখা গেল আগুন। রবিবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির চৌপতি সংলগ্ন এলাকায়। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল সরকারি বাস।

সূত্রের খবর, একটি সরকারি বাস রবিবার শিলিগুড়ি থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল। ধূপগুড়ি চৌপতি সংলগ্ন এলাকায় বাসের পিছনের চাকার তলা থেকে আচমকাই ধোঁয়া বার হতে দেখা যায়। স্থানীয়দের চোখে ঘটনাটি পড়তেই তারা বিষয়টি বাস চালককে জানালে তিনি সঙ্গে সঙ্গে বাস থামিয়ে সমস্ত যাত্রীকে নামিয়ে দেওয়া হয়। পুরো ঘটনাটি খতিয়ে দেখতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি ট্রাফিক গার্ডের ওসি সুবীর সাহা-সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। খবর দেওয়া হয় ধূপগুড়ি দমকল কেন্দ্রেও। এরপর দমকলের ওই ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়।

এপ্রসঙ্গে বাসের এক যাত্রী বলেন, “বাসে আগুন লেগেছে শুনে আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আগুনের কথা শুনে সবাই দ্রুত বাস থেকে নেমে পড়েন।”
পাশাপাশি বাস-চালক সহিদার আলি বলেন, “বাসের পিছনের চাকা থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় মানুষজন আমাদের সতর্ক করেন। সঙ্গে সঙ্গে বাস দাঁড় করিয়ে দিই। পরবর্তীতে পুলিশের সহযোগিতায় দমকল কর্মীরা এসে সেই আগুন নিভিয়ে দেন।”
আগুন লাগার বিষয়টি স্থানীয় মানুষদের নজরে না এলে বড় বিপদ ঘটতে পারত বলে মনে করছেন বাসের যাত্রীরা।

ফোর্টিন টাইমলাইন, ধূপগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close