সোমবার বিকেলে ময়নাগুড়ির রামশাই এলাকার কালীপুর গ্রামের একটি চা বাগান থেকে উদ্ধার করা হয় ২০ ফুটের বিশালাকার অজগর সাপ। এই ঘটনায় হৈচৈ শুরু হয়ে যায় এলাকা জুড়ে। দলে দলে মানুষ এসে ভিড় জমাতে থাকে সাপটিকে দেখার জন্য। খবর দেওয়া হয় বনদফতরে।
চা বাগানের মালিক জানান, সোমবার বিকেলে আচমকাই বাগান থেকে ছাগলের চিৎকার শুনতে পেলে দ্রুত ছুটে আসেন তিনি। প্রত্যক্ষদর্শী বলেন,বিশালাকার অজগর সাপ ছাগলটিকে পেঁচিয়ে ধরে আছে । সেইসঙ্গে ছাগলটিও বাঁচার জন্য চেষ্টা করছে। এরপর চা বাগানের ওই মালিক রেঞ্জ অফিস ও ময়নাগুড়ির পরিবেশপ্রেমী-সহ খবর দেয় বনদফতরে। দ্রুত ছুঁটে আসেন তারা। প্রায় দু’ঘন্টার ব্যবধানে প্রায় দশ’জন বনকর্মী মিলে সাপটিকে উদ্ধার করেন। বনদফতর কর্মীদের মতে- এটি একটি বার্মিজ প্রজাতির পাইথন।
সাপটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার পর গরুমারা জাতীয় উদ্দানে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে। তবে যেখানে সেখানে বার বার অজগর সাপ উদ্ধারে আতঙ্ক ছড়াচ্ছে এলাকা জুড়ে।
ফোর্টিন টাইমলাইন, ময়নাগুড়ি, জলপাইগুড়ি।