শনিবার ভোর ৫ টা নাগাদ বিয়েবাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার বানারহাটের মংপংয়ের রুংডুং এলাকায়।
সূত্রের খবর, বানারহাটে একটি বিয়ের অনুষ্ঠান থেকে গাড়ি নিয়ে ফিরছিলেন ৬ -৭ জনের একটি দল। মালবাজারের রুংডুং-এ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গার্ডওয়ালে ধাক্কা মেরে নীচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে গাড়ির মধ্যে থাকা ২ যাত্রীর মৃত্যু হয়। আহত হন গাড়ির চালক-সহ বাকি যাত্রীরা ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । তড়িঘড়ি তারা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। চালকের শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, নিহতরা শিলিগুড়ি ও কলকাতার বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।