Jalpaiguri : হাতির হানায় গৃহস্থের বাড়ি তছনছ, আতঙ্কিত এলাকাবাসী

আরও পড়ুন

বুনো দাঁতাল গুঁড়িয়ে দিল একটি গৃহস্থের বাড়ি। এলাকাবাসীর তাড়া খেয়ে ফিরে গেল ওই হাতিটি। প্রাণহানির ঘটনা না ঘটলেও রীতিমতো আতঙ্কে রয়েছেন গোটা গ্রামের মানুষ। বৃহস্পতিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের গরুমারা জঙ্গল সংলগ্ন উত্তর ধূপঝোরা গোলাবাড়ি এলাকায়। হাতির হানায় স্থানীয় বাসিন্দা নৃপেন রায়ের বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে এলাকার মানুষ জানিয়েছেন।

সূত্রের খবর,খাবারের লোভে মূর্তি নদী পেরিয়ে একটি হাতি আসে গোলাবাড়ি এলাকায়। জনৈক নৃপেণ রায় নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে মুহূর্তের মধ্যে বাড়িঘর ভেঙে তছনছ করে দেয় হাতিটি। এমনকি তার বাড়িতে রাখা মজুত ধানও খেয়ে নেয় ওই বুনো দাঁতাল। স্থানীয় বাসিন্দারা ঘটনাটি দেখতে পেয়ে সমবেতভাবে ৩ আগুন নিয়ে চিৎকার শুরু করায় পুনরায় জঙ্গলে চলে যায় হাতিটি।স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রাণে বাঁচেন নৃপেণ রায়-সহ ওই পরিবারের বাকি সদস্যরা। তিনি বন দফতরের কাছে যাবতীয় ক্ষতিপূরণের দাবি করেছেন। নিদিষ্ট ফর্ম-এ আবেদন জানালে সরকারি নিয়মে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে বন দফতরের তরফে তাকে আশ্বস্ত করা হয়েছে। এলাকার মানুষ বুনো দাঁতালের আতঙ্কে মুহুর্মুহু চমকে উঠছেন।

ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close