Jalpaiguri : ফলের বাজার দরে চক্ষু চড়কগাছ ক্রেতাদের

আরও পড়ুন

বৃহস্পতিবার সরস্বতী ঠাকুরের পুজো। করোনাকালীন পরিস্থিতির কারনে দু’বছর জাঁকজমকভাবে পুজো হয়নি বললেই চলে। তাই এবছর সকলের মধ্যেই যেনও সরস্বতী ঠাকুরের পুজোকে ঘিরে বাড়তি উন্মাদনা দেখা দিয়েছে। সেই উপলক্ষে বাগদেবীকে সন্তুষ্ট করতে চলছে পুজোর নানান সামগ্রী কেনার হিড়িক। অন্যান্য সামগ্রীর পাশাপাশি ফলের বাজারও আগুন। ফলের বাজার আগুন হওয়ায় পকেটে টান পড়ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পুজো উদ্যোক্তাদের। মেটেলি বাজার, বাতাবাড়ি, চালসা, মঙ্গলবাড়ি, ধূপঝোড়া, বিধাননগর-সহ বিভিন্ন এলাকার চিত্র একই রকম। ১০০ টাকার নীচে কোনও ফল নেই। উদ্যোক্তাদের বক্তব্য- ফলের দাম চড়া হওয়ায় বাধ্য হয়েই পুজোর বাজেটে কাটছাঁট করতে হচ্ছে। যদিও ব্যাবসায়ীদের বক্তব্য- এবছর ফলের পাইকারি মূল্য বেশি তাই তাদেরকেও বেশি দামে ফল বিক্রি করতে হচ্ছে ।

ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close