শনিবার জলপাইগুড়ির পুরনো পাণ্ডাপাড়া এলাকা থেকে উদ্ধার করা হয় এক নাবালিকাকে। কলকাতা থেকে ভিন রাজ্যে পাচারের উদ্দেশে অপহরণ করা হয়েছিল তাকে । আমহার্স্ট স্ট্রিট থানায় অপহরণের মামলা দায়ের করে নাবালিকার পরিবার। এরপর পুলিশের তল্লাশির জেরে উদ্ধার করা হয় তাকে। এর পাশাপাশি গ্রেফতার করা হয় অপহরণকারীকে। অভিযুক্ত ওই পাচারকারীর নাম আমন গুপ্তা।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন জানান, কোতোয়ালি থানার সহযোগিতায় কলকাতা পুলিশের একটি দল ওই অপহৃত নাবালিকাকে উদ্ধার করে। অভিযুক্ত যুবক জলপাইগুড়িতে এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছিল। সেখান থেকেই গ্রেফতার করা হয় তাকে। এরপর আইনি প্রক্রিয়া শেষ করার পর ওই নাবালিকা ও পাচারকারীকে কলকাতা নিয়ে আসা হয়।
তদন্তকারী অফিসারদের অনুমান ওই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আন্ত: পাচাররচক্রের পান্ডাকে গ্রেফতার করা সম্ভব হবে।
ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।