Jalpaiguri : গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু, অবরোধ

আরও পড়ুন

যাত্রীবাহী গাড়ির ধাক্কায় নিহত হল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে ফাটাপুকুর সংলগ্ন কলেজ মোড়ের কাছে।

সূত্রের খবর,নিহত ব্যক্তির নাম নিতাই ঘোষ।বয়স ৫৫বছর।রবিবার দুপুরে বেলাকোবা থেকে ফাটাপুকুর সংলগ্ন নতুন হাটে লটারি বিক্রির উদ্দেশে যাচ্ছিলেন নিতাই। কলেজ মোড়ের কাছে যাত্রীবাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর সাইকেলের পেছনে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর জখম হন তিনি। স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে তরিঘড়ি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।এই ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।বার বার এই পথে দুর্ঘটনার কারণে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ জনতা।পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close