Jalpaiguri : দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ছিনতাই

আরও পড়ুন

বৃহস্পতিবার রাতে ছিনতাইয়ের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ধুপঝোরা ভবেশ্বরপাড়ায়। সূত্রের খবর, এদিন রাতে ভবেশ্বরপাড়ার যুবক ফিরোজ রহমান উত্তর ধুপঝোরা বাজারে দোকান বন্ধ করে বাইকে করে বাড়ি ফিরছিলেন। উত্তর ধুপঝোরা বাজারে ফিরোজের অনলাইনে টাকা লেনদেনের দোকান রয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা নাগাদ বাড়ি ফেরার পথে ভবেশ্বরপাড়ায় কয়েকজন তাকে আটকে দেয়। এরপরেই পেছন থেকে কেউ এসে তার ঘাড়ে আঘাত করে। ফলে বাইক নিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ফিরোজ। দুষ্কৃতীরা তার কাছে থাকা নগদ ৬৫ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। স্থানীয় লোকজন ফিরোজকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তারাই তাকে উদ্ধার করে স্থানীয় চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর ফিরোজকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। খবর দেওয়া হয় মেটেলি থানায়। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে মেটালি থানার পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close