Jalpaiguri : চা বাগান থেকে উদ্ধার ১২ ফুটের অজগর

আরও পড়ুন

চা বাগান থেকে উদ্ধার একটি বিশালাকার অজগর। সূত্রের খবর,মেটেলি ব্লকের চালসা চা বাগান থেকে ওই সাপটি উদ্ধার করা হয়। বাগানের ৮৯ নম্বর সেকশনে কাজ করার সময় শ্রমিকরা অজগরটিকে দেখতে পায়। তারপরই খবর দেওয়া হয় চালসার সর্পপ্রেমী যুবক দিবস রাইকে। ওই যুবক গিয়ে সাপটি উদ্ধার করে নিয়ে আসে।

পরবর্তীতে বুধবার খুনিয়া স্কোয়াডের রেঞ্জার প্রদ্যুৎ সরকারের উপস্থিতিতে অজগরটিকে গরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, অজগরটি লম্বায় প্রায় ১২ ফুট। সেটি সুস্থ থাকায় এদিন অজগরটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

ফোর্টিন টাইম লাইন, জলপাইগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close