শুক্রবার বিকেলে একটি পূর্ণবয়স্ক বাইসনের মৃতদেহ উদ্ধার হল। মেটেলি ব্লকের জুরন্তি চা বাগানের ১ নম্বর সেকশনে নেওড়া নদীর ধারে ওই বাইসনের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় জনগণ। খবর দেওয়া হয় মেটেলি থানায় ও খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে পুলিশ ও বনকর্মীরা এলাকায় যায়। প্রাথমিক অনুমান, ওই এলাকায় নদীর পাশে একটি পাহাড়ি এলাকা রয়েছে। ওই পাহাড়ি এলাকা থেকেই পড়ে বাইসনটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।
ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।