Jalpaiguri : ডুয়ার্সে এসে দর্শনার্থীরা ভ্রামরী মন্দিরে যান কেনও ?

আরও পড়ুন

পশ্চিমবঙ্গের মানুষ মাঝেমধ্যেই ডুয়ার্স যান ঘুরতে, আনন্দ উপভোগ করতে ও কিছুটা সময় নিজেদের মতো করে কাটাতে। এরই পাশাপাশি এই ডুয়ার্সের রয়েছে একটি মহাতীর্থ স্থান, সতীর ৫১ পীঠের একটি পীঠ। জলপাইগুড়ি জেলার বোদাগঞ্জ গ্রামের বড় পাটিয়া অঞ্চলে অবস্থিত এই মন্দিরটি ভ্রামরি মন্দির নামে পরিচিত। স্থানীয়রা বলেন লালবাবা স্বপ্নাদেশ পেয়ে গাছের নিচ থেকে মায়ের বাঁ পা পান। তারপর থেকেই সেটিকে রেখে পুজো শুরু হয়। খুব বেশি লোক এখনো না জানলেও স্থানীয়দের মধ্যে ও কিছু পর্যটকদের মধ্যে এই মন্দিরে এসে পুজো দেওয়ার ভীড় লক্ষ্য করা যায় আশেপাশে রয়েছে বেশ কিছু ফুল ও প্রসাদির দোকান। নিস্তব্ধ পরিবেশে এই মন্দিরটি আকর্ষণ করবে যে কোন মানুষকেই। এই মন্দিরের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় মাঘ মাসের পূর্ণিমা তিথিতে।

ডুয়ার্স থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close