Nagrakata : হাতির হানায় লণ্ডভণ্ড স্কুল

আরও পড়ুন

মঙ্গলবার গভীররাতে হাতির হামলায় লন্ডভন্ড হল বামনডাঙা চা বাগানের টন্ডু টিজি থ্রি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়। এদিন রাতে আট-ন’টি হাতি স্কুল গেটের তালা ভেঙে ঢুকে পড়ে। এই অভিযানে হাতির দলটি ভেঙে ফেলে শ্রেণিকক্ষের একাংশ। সেই সঙ্গে তাদের হানা চলে মিড-ডে মিলের রান্নাঘরেও। পাশাপাশি, পড়ুয়াদের হাতে তৈরি কিচেন গার্ডেনের শাক-সবজিও সব সাবাড় করে হাতির দল। এছাড়াও স্কুলের দরকারি নথিপত্রগুলি স্টোররুমে থাকা জানালার উপরে শুঁড় দিয়ে টেনে বাইরে বের করে ফেলে দেয় হাতিগুলি। স্কুলের টিআইসি দিলীপ ঠাকুর জানান- এনিয়ে গত ১০ বছরে ২৫ বার এমন হাতির হামলা হল। কীভাবে স্কুল চালাব বুঝে উঠতে পারছি না ! সবচাইতে দুশ্চিন্তার হল- স্কুল চলাকালীন যদি হাতির হানা হয়, সেক্ষেত্রে অনেক প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। বিষয়টি তিনি বনদফতরকে অবহিত করবেন বলে জানা গেছে।

ফোর্টিন টাইমলাইন, নাগরাকাটা, জলপাইগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close