রবিবার রাতে ময়নাগুড়ি হাসপাতাল থেকে রোগী এবং বাকিদের নিয়ে একটি অ্যাম্বুল্যান্স শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাতে শিলিগুড়ি সংলগ্ন জটিয়াখালি এলাকায় রাস্তায় কুয়াশার জেরে উল্টোদিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় অ্যাম্বুল্যান্সটির।ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।
সূত্রের খবর , মৃতরা হলেন অ্যাম্বুল্যান্স চালক প্রশান্ত রায় বয়স ৫০, যাত্রী বাপন ঘোষ বয়স ৩৫, এবং রিতা সাহা। ঘটনায় গুরুতর জখম হয়েছেন মুক্তি সাহা, গোপাল কর এবং মৃদুল সাহা।মৃত ও জখমরা প্রত্যেকেই ময়নাগুড়ির বাসিন্দা। আহতদের ভর্তি করা হয়েছে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মৃতদেহগুলির ময়নাতদন্ত করা হবে।
ফোর্টিন টাইমলাইম,ময়নাগুড়ি।