Malbazer : চিতাবাঘের হামলায় জখম এক চা শ্রমিক

আরও পড়ুন

মঙ্গলবার চা বাগান থেকে বাড়ি ফেরার পথে চিতাবাঘের আক্রমণে আহত হলেন এক চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে মালবাজারের গ্রাসমোড় চা বাগানে। মঙ্গলবার বিকেলে গ্রাসমোড় চা বাগানের বৌদ্ধ গুম্ফা থেকে বাড়ি ফেরার পথে চিতবাঘের আক্রমণে আহত হন এক যুবক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় চা শ্রমিক সাফি ওঁরাও গ্রাসমোড় চা বাগানের গুম্ফায় কাজ করতেন। বিকেলে কাজ শেষ করে বাগানের রাস্তা দিয়ে হেঁটেই বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকাই বাগানের ঝোপের আড়াল থেকে একটি চিতবাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে। তাঁর মাথায় থাবা বসিয়ে দেয়। তাঁর আর্ত চিৎকার শুনে স্থানীয়রা আসতেই চিতবাঘটি সাফিরকে ছেড়ে দিয়ে ফের চা বাগানে ঢুকে পড়ে। স্থানীয় বাসিন্দারা ওই যুবককে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসার পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। পরিবারের লোকজন সন্ধ্যায় মেডিক্যালে নিয়ে যান। বাগানে চিতাবাঘ আসায় চা শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চিতাবাঘের আক্রমণে আহত চা শ্রমিকের চিকিৎসার
ব্যায়ভার বহন করবে বনদফতর বনদফতরের খুনিয়ার স্বজলকুমার দে। তবে আক্রান্ত শ্রমিকের অবস্থা গুরুতর বলেই জানা গেছে।

ফোর্টিন টাইমলাইন, মালবাজার, জলপাইগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close