Jalpaiguri : কন্টেনার সমেত বাজেয়াপ্ত মণিপুরী গাঁজা, গ্রেফতার ৩

আরও পড়ুন

গাঁজা পাচারকারীদের ছক বানচাল করল রাজগঞ্জ থানায় পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়া একটি কন্টেনার আটক করে, আর সেই কন্টেনার থেকেই উদ্ধার হয় বিপুল পরিমান মনিপুরী গাঁজা। এই ঘটনায় পুলিশ জসবিন্দর সিং, বাবু সিং এবং জিতেন্দ্র সিং নামের তিনজনকে গ্রেফতার করে। জানা গেছে ওই তিনজন পাঞ্জাবের বাসিন্দা।

জানা গেছে, শনিবার সকালে জলপাইগুড়ির রাজগঞ্জ থানার পুলিশ অফিসারদের কাছে গোপন সূত্রে খবর আসে যে, গুয়াহাটি থেকে একটি কন্টেনার করে গাঁজা পাচার করা হচ্ছে এই রাজ্যে। কন্টেনারটি ৩১ নম্বর জাতীয় সড়ক ধরে রাজগঞ্জের উপর দিয়ে শিলিগুড়ির দিকে যাবে। এরপর খবর পেয়েই নির্দিষ্ট নম্বরের কন্টেনারটি আসতে দেখে সঙ্গে সঙ্গে সেটি দাঁড় করায় পুলিশ। প্রথমে কন্টেনারটি খুলতেই দেখা যায়, কন্টেনারটির ভিতর একদম ফাঁকা। পুলিশের এটা দেখেই সন্দেহ হয় । এরপর পুলিশ আধিকারিকরা ভাল করে তল্লাশি চালাতেই দেখেন যে, গাড়ির মধ্যে একটি চোরা কুঠুরি রয়েছে। সেই চোরা কুঠুরির দরজা খুলতেই বেরিয়ে আসে থরে থরে সাজিয়ে রাখা মনিপুরী গাঁজার ২৪টি প্যাকেট। সঙ্গে সঙ্গে ওই গাড়ি ও গাঁজা ভর্তি প্যাকেটগুলি বাজেয়াপ্ত করে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close