চলতি মাসের ৯ তারিখ থেকে জলপাইগুড়িতে শুরু হতে চলেছে হাম এবং রুবেলা ভ্যাকসিনেশন ক্যাম্প। বুধবার জলপাইগুড়ির স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ডি.আর.এস হলে একটি সাংবাদিক বৈঠকে এই খবর জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার। এদিন সংশ্লিষ্ট হলে সংবাদ মাধ্যমগুলিকে এই কর্মসূচির বিষয়ে সচেতন করার জন্য কর্মশালার আয়োজন করা হয়।
সূত্রের খবর, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার বলেন, শিশুদের হাম এবং রুবেলার হাত থেকে শিশুদের রক্ষা করতে ভ্যাক্সিন দেওয়ার কর্মসুচি ৯ জানুয়ারি থেকে বিভিন্ন বিদ্যালয়ে শুরু হতে চলেছে। সারা দেশের সঙ্গে এই জেলাতেও এহেন কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। ৯ তারিখ থেকে শুরু হয়ে ৫ সপ্তাহব্যাপী এই কর্মসুচিতে ৯ মাস বয়সী শিশু থেকে ১৫ বছর বয়সী শিশুদের এই ভ্যাক্সিন দেওয়া হবে। জেলার প্রতিটি বিদ্যালয়ে ক্যাম্প করে দেওয়া ছাড়াও অঞ্চলভিত্তিক কিছু জায়গা, অঙ্গনওয়ারী কেন্দ্র এবং সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে ভ্যাক্সিন দেওয়া হবে বলে জানান তিনি।
জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য্যের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।