Jalpaiguri : সন্তানের প্রতি মায়ের মায়া, ভালোবাসা, স্নেহর ছবি ডুয়ার্সে

আরও পড়ুন

মর্মান্তিক দৃশ্য, মৃত হস্তিশাবককে শুড়ে টেনে নিয়ে যাচ্ছেন মা হাতি। সন্তানের প্রতি মায়ের মায়া, ভালোবাসা, স্নেহর এই ছবি দেখা গেল ডুয়ার্সে।

সূত্রের খবর, ডুয়ার্সের চুনাভাটি চা বাগানে দুইদিন আগে ঢুকে পড়ে একটি হাতির দল। এরপর সম্ভবত গতকাল রাতে একটি হস্তিশাবকের মৃত্যু হয়। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান মা হাতি শুড়ে টেনে নিয়ে যাচ্ছে শাবককে। শাবকটি কখনো পড়ে যাচ্ছিল। আবার তাকে টেনে তুলছিল মা হাতি। এমনকি মা হাতিটিকে ক্ষিপ্ত অবস্থায় দেখতে পারেন স্থানীয় কয়েকজন।তারা দেখেন বাগানের কাজের জন্য জলের ছোট ট্যাংক থেকে জল পান করে মা হাতিটি এবং ট্যাংকটিকে আছাড় মারে। এমনকি একটি সাইকেল ধরেও আছাড় মারে। এরপর স্থানীয় বাসিন্দারা বোঝার চেষ্টা করেন, দেখেন একটি শাবক হাতি মৃত অবস্থায় রয়েছে। এরপর ঘটনাস্থলে আসে বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগ ও বানারহাট রেঞ্জের বনকর্মীরা। ঘটনাস্থলে রয়েছেন এডিএও জন্মঞ্জয় পাল, বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের রেঞ্জার শুভাশিস রায়। এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে নজরদারি চালাচ্ছেন তারা। মা হাতিটি শাবকটিকে ছেড়ে যাওয়ার পরই শাবকটিকে উদ্ধার করে পাঠানো হবে ময়নাতদন্তের জন্য। তারপরেই শাবকটির মৃতের কারণ জানা যাবে এবং শাবকটির শেষকৃত্য সম্পন্ন হবে।

 

Fourteen Time Line, Jalpaiguri

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close