Jalpaiguri : আবাস যোজনার তালিকা প্রকাশের দাবিতে থানা বিক্ষোভ

আরও পড়ুন

দুর্নীতিমুক্ত আবাস যোজনার তালিকা প্রকাশের দাবিতে জলপাইগুড়ি কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা। এই দাবিতে বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামীর নেতৃত্বে জলপাইগুড়িতে মিছিল করে বিজেপি কর্মীরা। এরপর তারা থানায় এসে ব্যাপক বিক্ষোভ দেখায়।

সূত্রের খবর, বিজেপি কর্মীদের দাবি, আশা কর্মী, সরকারি আধিকারিকদের পাশাপাশি আবাস যোজনার তালিকার সার্ভে করছে থানার আই সি এবং ওসি রা। কিন্তু আগের আবাস যোজনার তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে প্রকৃত গরিব মানুষ বঞ্চিত হয়েছে। বিজেপির পক্ষ থেকে তালিকায় থাকা প্রচুর অনুপযুক্ত লোকের নাম তদন্তের সাপেক্ষে বাতিল করার জন্য জমা দেওয়া হয়েছিল। কিন্তু গ্রামের মানুষদের অভিযোগ, ওই নামগুলি এখনও রয়েছে। তাই নতুন তালিকা অবিলম্বে তাদের দিতে হবে বলে দাবি জানিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়।

জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্য্যের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close