লোকালয় থেকে অজগর উদ্ধার একপ্রকার নিত্যদিনের ঘটনা হয়ে গিয়েছে। রবিবার সাতসকালে মুর্তি এলাকার একটি বেসরকারি রিসোর্ট থেকে অজগর সাপ উদ্ধার করা হ’ল। এদিন রিসোর্টের কর্মীরা অজগরটিকে রিসোর্টের ভিতরে একটি ঝোপের মধ্যে দেখতে পায়। অজগরটিকে দেখে আতঙ্কিত হয়ে পরেন কর্মীরা। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় উপচে পরে এলাকায়। খবর পেয়ে সংলগ্ন মুর্তি বিট অফিস থেকে বনকর্মীরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। এর পরেই আতঙ্ক মুক্ত হন কর্মীরা। সংলগ্ন পানঝোরা জঙ্গল থেকে অজগরটি এসেছে বলে বাসিন্দাদের অনুমান। অজগরটি সুস্থ থাকায় এদিনেই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
Fourteen Time Line, Jalpaiguri