শনিবার রাতে চিতাবাঘের হামলায় গুরুতর জখম হলেন এক বাইক আরোহী। হামলার পর বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাইক চালক যার জেরে মাটিতে পরে যান তারা দু’জনই। ওই বাইক আরোহীর মাথায়, হাতে এবং পিঠে চিতাবাঘ থাবা দেয়। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম অবস্থায় বিজয়কে স্থানীয় সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। খুনিয়া রেঞ্জের রেঞ্জার প্রদ্যোৎ সরকার জানান- আহতদের চিকিৎসার খরচ বনদফতরের। এমন ঘটনার পর রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে।
সূত্রের খবর, শনিবার ঘটনাটি ঘটেছে নাগরাকাটার বামনডাঙা চা বাগানে। আহত ওই ব্যক্তির নাম বিজয় প্রতাপ সিং। তিনি এক জনের বাইকে চেপে নাগরাকাটার দিকে যাচ্ছিলেন, যাওয়ার পথে তাদের ওপর হামলা করে ওই চিতাবাঘটি।
এবিষয়ে বিজয়বাবু জানান, আমরা বামনডাঙা থেকে নাগারকাটায় বাড়িতে ফিরছিলাম। তখন বামনডাঙ্গা প্রাইমারি স্কুল পার করে একটি টার্নিং রয়েছে সেখানে ওত l পেতে বসে ছিল চিতাবাঘটি। আমরা দেখতে পাইনি ওই চিতাবাঘটিকে। আমাদের বাইকের গতি ৩০-৩৫ কিলোমিটার প্রতিঘন্টা ছিল। পেছন থেকে চিতাবাঘটি আমার ওপর ঝাঁপিয়ে পড়ে । পরে বাইকটি নিচে পড়ে যায়। অনেক বড় চিতা ছিল, মাথায়, ঘাড়ে লেগেছে।
ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।