Jalpaiguri : সাত সকালে ছুরি নিয়ে হামলা যুবকের, আহত ৮

আরও পড়ুন

ছুরি নিয়ে হামলা করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। তার এলোপাথাড়িভাবে ছুরির আঘাতে আহত হয়েছেন প্রায় ৮ জন। ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের সাকোয়াঝোরা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের সজনাপাড়া এলাকায়। এই ঘটনায় চারজনকে আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

সূত্রের খবর, এই ঘটনায় অভিযুক্ত যুবকের নাম তহিজুল ইসলাম। কি কারনে ওই যুবক হঠাৎই সাত সকালে ছুরি নিয়ে সবার ওপর হামলা চালালো তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন যুবকের পরিবারের সদস্যরা। আহতদের দাবি, অভিযুক্ত যুবক মানসিকভাবে ভারসাম্যহীন। তার জেরেই সে হয়তো ছুরি নিয়ে পরিবারের সদস্যদের উপর আচমকা হামলা চালায়। সকালে ঘুম থেকে ওঠার পরই ওই যুবক একের পর এক ব্যক্তিকে ছুরি দিয়ে আঘাত করতে শুরু করে বলা জানা যায়। প্রথমে তার ছুরির আঘাতে আহত হন এক মহিলা। এরপর তার চিৎকারে আশপাশের সবাই ঘটনাস্থলে ছুটে যান। এরপর বাকিদের সেখানে দেখতে পেয়ে তাদের উপরও হামলা চালাতে শুরু করে তহিজুল। তাদের মধ্যে আহত হন প্রায় ৮ জন। কেন সে ছুড়ি নিয়ে সবাইকে আঘাত করেছে তা অবশ্য এখনও পর্যন্ত স্পষ্ট নয়। বিষয়টি জানতে তদন্তে নেমেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, জলপাইগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close