Jalpaiguri : বন্য জন্তুজানোয়ারের হাত থেকে রক্ষা পেতে সেচ্ছাসেবী সংস্থার টর্চ বিতরণ

আরও পড়ুন

জঙ্গল সংলগ্ন চা বাগানের জনগণকে বন্যপ্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য টর্চ লাইট দেওয়া হল। সূত্রের খবর শুক্রবার মেটেলি ব্লকের সনগাছি চা বাগানের কলেজ লাইনের জনগণকে ওই সকল টর্চ লাইট দেওয়া হয়।

সম্প্রতি একস্বেচ্ছাসেবী সংস্থার তরফে ওই লাইট গুলো দেওয়া হয়েছে । এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই ছিল রাতে বন্যপ্রাণীর হাত থেকে জনগণ রক্ষা পায়।প্রসঙ্গত এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রজেক্ট কো অর্ডিনেটর তন্ময় মুখার্জী, সমাজসেবী বেলা কুজুর সহ এলাকার কিই আর টি টিমের সদস্যরা।উল্লেখ্য, ওই এলাকাটিতে মাঝেমধ্যেই হাতি সহ অন্যান্য বন্যপ্রাণীর চলে আসে। এমনকি কিছু সময় রাতে মানুষ বন্যপশুকে দেখতে না পেয়েও তাদের শিকার হয়ে যায় মানুষ। এই কারণেই রাত্রে বন্যপ্রাণীর হাত থেকে জনগণ যাতে নিজেদের রক্ষা করতে পারে তাই ওই লাইট গুলো দেওয়া হয়েছে বলে সংস্থা সূত্রে জানা যায়।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close