Jalpaiguri: খাবারে মিলল কেঁচো, হুলস্থূল কাণ্ড সদর হাসপাতালে

আরও পড়ুন

হাসপাতালে শিশু বিভাগের খাবারে পাওয়া গেল মৃত কেঁচো। খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে অনেকেই বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উত্তরবঙ্গের জলপাইগুড়ির সদর হাসপাতালে।

সূত্রের খবর, হাসপাতালের শিশু ভবনে যখন খাবার বিলি করা হচ্ছিল তখন একটি শিশুর বাড়ির লোক সেই মৃত কেঁচো খাবারে দেখতে পান। তা দেখে তারা হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ করেন। এমন খবর দাবানলের মতো ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন রোগী এবং তাদের আত্মীয়-পরিজনেরা। কিন্তু, তারা লিখিতভাবে কোনও অভিযোগ জানাননি।

হাসপাতালে ভর্তি সেই শিশুর পরিবারের লোকেরা জানান, রবিবার সন্ধ্যেবেলা বাচ্চাদের মায়ের জন্যে সরবরাহ করা খাবারে কেঁচো দেখা যায়। সেই খাবার খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। ফলে, তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এমন অখাদ্য খাবার খেয়ে তাদের অনেকেই অসুস্থ হন বলে অভিযোগ। তারা বিষয়টি স্বাস্থ্যভবনের গোচরে আনতে চান।

হাসপাতালের ক্যান্টিন ইনচার্জ দুলু ঘোষ বলেন- মালিক ছাড়া আর কাউকে কিছু বলতে বাধ্য নন তিনি। এমন ঘটনার পর অধিকাংশ মানুষ খাবার তৈরি বিষয়ে আরও যত্নবান হওয়ার পরামর্শ দিয়েছেন।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close