LPG Black Market : রান্নার ৬৮ টি গ্যাস সিলিন্ডার রাখায় যুবক গ্রেফতার

আরও পড়ুন

রান্নার গ্যাসের অবৈধ কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল রাজগঞ্জ থানার পুলিশ। ওই যুবকের নাম সাত্তার আলি। বয়স ৩৫ বছর। বাড়ি রাজগঞ্জের বৈরাগীপাড়ায়। তাকে গ্রেফতার করার পাশাপাশি তার বাড়ি থেকে ৬৮টি সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। ধৃতকে রবিবার দুপুরে জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে, বৈরাগী পাড়ায় এক যুবক রান্নার গ্যাসের অবৈধ কারবার করছে। বাড়িতে ভর্তি সিলিন্ডার রেখে চড়া দামে বিক্রি করছে এলাকার বাসিন্দাদের কাছে। খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। অভিযান চালানো হয় সাত্তারের বাড়িতে, এরপই সেখান থেকে উদ্ধার হয় ৬৮টি গ্যাসের সিলিন্ডার। সাত্তারকে আটক করার সঙ্গে সেই গ্যাসের সিলিন্ডারগুলিকেও উদ্ধার করে পুলিশ। পুলিশি সূত্রের খবর, গ্যাসের অবৈধ কারবারে সাত্তারের দুই নিকটাত্মীয় ছাড়াও রাজগঞ্জের এক রান্নার গ্যাসের ডিস্ট্রিবিউটর জড়িত রয়েছে। বিগত ৫ বছর ধরে এই গ্যাসের কারবার চলছে বলে মনে করেছে পুলিশ। এই কারবারের সঙ্গে জড়িত থাকা বাকিদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, রাজগঞ্জ, জলপাইগুড়ি।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close