Jirat : গঙ্গার পারে থাকা স্কুল বন্ধের নির্দেশ

আরও পড়ুন

বিপজ্জনক অবস্থায় থাকা জিরাটের সেই স্কুল গঙ্গাপার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যতদিন না স্থায়ী স্কুল ঘর তৈরি হয় ততদিন প্রয়োজনে চারচালা তৈরি করে অন্য জায়গায় স্কুল চালাতে হবে বলেছেন বিচারপতি।

আর এই নির্দেশের পর জিরাট চর খয়রামারি প্রাথমিক স্কুলের
পড়ুয়াদের অভিভাবকরা বলেন, এতদিন খুবই দুশ্চিন্তা নিয়ে দিন কাটত। বিশেষত যখন বাচ্চারা স্কুলে যেত ভয়ে ভয়ে থাকতাম।এখন কোর্ট যখন বলেছে একটা ব্যবস্থা হবে। খয়রামারি স্কুলের শিক্ষক বলেন, আমরা আগে বহুবার জানিয়েছি। প্রশাসন উদ্যোগও নিয়েছিল। কিন্তু কোনও কারনে একটা দীর্ঘসুত্রিতা চলছে।সব কিছু হয়ে গেলেও এতদিন অন্য জায়গায় স্কুল ঘর তৈরি হয়নি।স্কুলের জন্য জমি দান যিনি করেছিলেন,তিনি বলেন, এই সরকার এতদিন সেভাবে নজর দেয়নি। আগে যদি উদ্যোগ নেওয়া হত, সেক্ষেত্রে সমস্ত বিদ্যালয়েরটাই বেঁচে যেত। এই স্কুলের মাঠেই রথ থেকে শুরু করে দুর্গাপুজো সব হতো।এখন এই স্কুল তার ঐতিহ্য হারিয়েছে। আদালতের নির্দেশে গ্রামবাসীরা সকলে খুশি।
স্থানীয় বাসিন্দার থেকে শুরু করে অভিভাবক রা আদালতের এই নির্দেশে খুশি।

বলাগড় পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল পাল বলেন,স্কুল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্য জমি দেখা হয়েছে, সেই জমি রেজিস্ট্রি হয়ে গেছে। গঙ্গার পাড় বাঁধানোর কাজ চলছে পাশাপাশি অন্যত্র স্কুল সরিয়ে নিয়ে যাওয়ার কাজও শুরু হবে।

ফোর্টিন টাইমলাইন, হুগলী।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close