Malda : ‘জব ফেয়ার’ অনুষ্ঠিত হ’ল

আরও পড়ুন

রাজ্য সরকার এবং কারিগরি শিক্ষা দপ্তরের উদ্যোগে “জব ফেয়ার” অনুষ্ঠিত হ’ল মালদায়। রাজ্যের প্রশিক্ষিত বেকার যুবক-যুবতীদের কাজের সুযোগ করে দিতে চান রাজ্য সরকার। তাদের কাজের সুযোগ দেয়ার জন্য বিভিন্ন জেলায় “জব ফেয়ার” আয়োজন করা হয়েছে।
রাজ্যের বিভিন্ন এবং উৎকর্ষ বাংলা ও ভোকেশনাল এডুকেশনের প্রশিক্ষণপ্রাপ্তরা মালদার জব ফেয়ারে যোগ দেন। দুই হাজারেরও বেশি চাকরিপ্রার্থী হাজির হন এদিন। জব ফেয়ারে অংশ নেন পশ্চিমবঙ্গ এবং বিভিন্ন রাজ্যের প্রায় ৪৪টি সংস্থা কর্তৃপক্ষ। জানা গেছে, যোগ্যতাসম্পন্নদের কাজে নিয়োগের জন্য তাদের অংশগ্রহণ। মালদা জব ফেয়ার-এর উদ্বোধন করেন রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, “এরপর শিলিগুড়ি, হলদিয়া, মেদিনীপুর, বর্ধমানসহ একাধিক জেলায় একইভাবে জব ফেয়ার এর উদ্যোগ নেওয়া হবে।” তিনি আরও জানান, চলতি একবছরে দপ্তরের মাধ্যমে ৩৫ হাজার নতুন কর্মসংস্থান হয়ে গেছে । এদিকে মালদায় এদিন বিভাগীয় মন্ত্রী জানান, রাজ্যে আরও বাড়ছে আইটিআই কলেজের সংখ্যা। নতুন করে রাজ্যে ২০টি আইটিআই কলেজ চালুর সিদ্ধান্ত অনুমোদন হয়েছে রাজ্য ক্যাবিনেটে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close