Uttar Dinajpur : বছরের শুরুতেই কালবৈশাখী ঝড়

আরও পড়ুন

নতুন বছরের বৈশাখ মাসের প্রথম সপ্তাহেই শুরু হয়ে গেল ঝড়ের তান্ডব।সূত্রের খবর মঙ্গলবার নিশিরাতে প্রায় ২ টো নাগাদ বৈশাখ মাসের প্রথম ঝড়ের তান্ডব চলল উত্তর দিনাজপুর জেলায়।

এমনকি এই ঝড়ের ফলে সাধারণ মানুষের বহু ক্ষতি হয়েছে বলে জানা যায়। পাশাপাশি বৈদ্যুতিক তার ছিঁড়ে পরে যায়। অন্যদিকে অনেকের বাড়ির টিন উড়ে যায়, এমনকি কাঁচা বাড়িও ভেঙে যায়। ঝড়ে ধুলোবালি উড়তে শুরু করে। ফলে আকস্মিক বিড়ম্বনায় পড়েন নগরবাসী। তবে বৃষ্টিতে কিছুটা স্বস্তি মেলে। তারপর গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাতও হয়েছে। ভোর-রাতে ওই বৃষ্টি অব্যাহত হয়েছে ।

উল্লেখ্য, কয়েক দিনের টানা গরমের ফলে সাধারণ মানুষের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। আশায় ছিলেন একটু বৃষ্টির। কিন্তু বৃষ্টির বদলে যে এমন ঝড় হবে এমনটা আশা করেননি সাধারণ মানুষ । তবে এই ঝড়ের ফলে আবহাওয়া যে ঠান্ডা হয়েছে এতে খুশি হয়েছে সাধারণ মানুষ। প্রসঙ্গত বুধবার সকাল থেকে রাজ্যের ইলেকট্রিক বোর্ডের কর্মীরা বৈদ্যুতিক তার ঠিক করার জন্য বেরিয়ে পড়েন।

 

Fourteen Times Line

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close