Kalimpong : যাত্রী বোঝাই গাড়ি উল্টে আহত ১৫

আরও পড়ুন

যাত্রী বোঝাই গাড়ি উল্টে আহত ১৫ জন। রবিবার বিকালে দুর্ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার চুকিম এলাকায়। সূত্রের খবর, প্রতি রবিবার মাল মহকুমার ওদলাবাড়িতে সাপ্তাহিক হাট বসে। আর সেই হাটে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকার অনেক মানুষ আসেন। এদিন সকালে গেসব বস্তি থেকে একটি গাড়িতে ১৫ জন হাটে আসেন। এরপর বিকেলে ফেরার সময় চুকিম এলাকায় একটি টার্নিং নিতে গিয়ে আচমকা তাদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি একটি পাহাড়ের কোণায় রীতিমতো উল্টে যায়।

ঘটনায় গাড়িতে থাকা যাত্রীরা এদিক ওদিক ছিটকে পড়েন। এরপর স্থানীয় বাসিন্দারা বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে তাদের উদ্ধার করে ওদলাবাড়ি গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যান। ৫ জনের আঘাত সেরকম গুরুতর না হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। তবে অনেকের আঘাত গুরুতর হওয়ায় তাদের বেশ কয়েকজনকে মাল সুপার স্পেশালিটি হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ব্রেক ফেল হওয়ার কারণেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়েছে বলে কয়েকজন যাত্রী জানিয়েছেন।

https://youtu.be/oLHCWTeelUE

Fourteen Times Line, Kalimpong

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close