Kalimpong: গোর্খা জাতির উন্নয়নের লক্ষ্যে ম্যারাথন পেডং-এ

আরও পড়ুন

শনিবার সাত সকালে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করল রোশনি রাই নামের একজন সমাজসেবী। তারা ২০১২ সাল থেকে এমন প্রতিযোগিতার আয়োজন করে আসছেন। আয়োজক রোশনী রাই বলেন – ২০১৭ সাল থেকে দার্জিলিঙ ভেঙ্গে পৃথক জেলা তৈরি হয়। আমরা কালিম্পং এর উপযোগিতা মানুষের কাছে তুলে ধরতে চাই। প্রথমে ২১ কিলোমিটার, পরে ৪২, এরপর ৬৫, এবার ৯০ কিলোমিটার ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই ম্যারাথন প্রতিযোগিতাকে সহযোগিতা করার লক্ষ্যে ৩জনের এক চিকিসক দল ছুটে এসেছেন সুদূর মহারাষ্ট্রের পুনে থেকে। এমনই এক চিকিৎসক মেধা ওক কি জানিয়েছেন শুনুন-

কালিম্পং-এর পেডং থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close