সম্প্রতি ভালো খেলার জন্য জাতীয় ভলিবল দলে সুযোগ পেয়েছে উত্তর দিনাজপুর জেলার কানকির বাসিন্দা ভবতোষ রুদ্র। ২ মে থেকে ৯ মে পর্যন্ত ভলিবলের কোচিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ওড়িশায়। পশ্চিমবঙ্গ থেকে পুরুষ বিভাগে এই জাতীয় ক্যাম্পে সুযোগ পেয়েছিল দু’জন। তাদের মধ্যে অন্যতম ভবতোষ।
চিনে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে এই ক্যাম্পে। ভবতোষের ক্রীড়াজগতে প্রবেশ রায়গঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও ক্রীড়া সংগঠক অরুপ ঘোষের হাত ধরে। শুক্রবার রায়গঞ্জের বন্দরে অবস্থিত ভলিবল কোচিং কাম্পের মাঠে একটি সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। ভবতোষের সাফল্যতে খুশি হয়ে উত্তর দিনাজপুর, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী খেলাধুলার সঙ্গে সবাইকে যুক্ত হওয়ার কথা বলেন। বর্তমান যুগের ছেলেমেয়েরা মোবাইলের নেশায় বাইরে গিয়ে মাঠে খেলার কথা ভুলে গেছে। তাদের মধ্যে অনুপ্রেরণা জোগানোর জন্য ভবতোষের উদাহরণ দিয়ে আরও বলেন,
এই কর্মসূচীতে বিধায়ক কৃষ্ণ কল্যানী, ভলিবল কোচ শুভঙ্কর চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে ভবতোষবাবু আসতে না পারায় তার প্রশিক্ষক শুভঙ্কর চক্রবর্তীর হাতে পঞ্চাশ হাজার টাকার চেক তুলে দেন কৃষ্ণ কল্যাণী। পাশাপাশি তিনদিনের একটি কোচিং ক্যাম্পেরো উদ্বোধন করেন তিনি।