শুধু মালদা শহরেই নয়, দুবাই-এর বুর্জ খলিফা এবার তৈরি হতে চলেছে উত্তর দিনাজপুরের করণ দিঘি ব্লকের তুঙ্গিদিঘিতে। এলাকার বিধায়ক গৌতম পালি খবর জানিয়েছেন বৃহস্পতিবার রাখি পূর্ণিমার দিন খুঁটিপুজো অনুষ্ঠিত হয় ধুনুচি নাচের মাধ্যমে। বিধায়ক শ্রী পালের বক্তব্য-গত দু’বছর যেহেতু দুর্গাপুজো করোনার কারণে নমঃ নমঃ করে অনুষ্ঠিত হয়েছে, তাই তারা এবার বাংলা,বিহার এবং সমগ্র জেলাবাসীর কথা মাথায় রেখে বুর্জ খলিফা গড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন গড়ে তুলতে চান।
বিধায়ক শ্রী পালের আশা এবার তাদের মন্ডপে রেকর্ড সংখ্যক দর্শনার্থী হাজির হবেন ।
উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।