Uttar Dinajpur : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পুলিশ

আরও পড়ুন

বড় রকমের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল করণদিঘি থানার পুলিশ। শুক্রবার রাতে করণদিঘি বাস ষ্ট্যান্ডের কাছে করণদিঘি থানার পুলিশ রাতে বাস তল্লাশি চালানোর সময় রায়গঞ্জের দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি পুলিশের গাড়িতে ধাক্কা মারে। পুলিশ চারচাকা গাড়িতে থাকা চালক-সহ তিনজনকে আটক করেছে। পুলিশ গাড়িতে না থাকায় বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।

সূত্রের খবর, অন্যদিনের মত শুক্রবার রাতে করণদিঘি থানার পুলিশ করণদিঘি বাসষ্ট্যান্ডের কাছে রাতে বাস তল্লাশি চালাচ্ছিলেন। অধিক রাতে রায়গঞ্জের দিক থেকে আসা একটি চারচাকা গাড়ি পুলিশের গাড়িটিকে পেছন থেকে ধাক্কা মারে। পুলিশ কর্মীরা গাড়ি থেকে নেমে নৈশ পাহারা দিচ্ছিলেন। গাড়ির ধারেকাছে কোন পুলিশ কর্মী ছিল না। চার চাকার গাড়িতে তিন জন ছিল। দুর্ঘটনার পর পুলিশ কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, চারচাকা গাড়ির চালক মদ্যপান করে গাড়ি চালাচ্ছিল, তার নাম মহম্মদ ইজহার। বাকি দু’জন উত্তম ভাওয়ার এবং গোপী দত্ত। তারাও অক্ষত রয়েছেন। তিন জনের বাড়ি ডালখোলা থানার ৩ নম্বর ওয়ার্ডের ভুষামণি এলাকায়। পুলিশ তিনজনকেই আটক করেছে। দুর্ঘটনার বিষয়টি পৃথকভাবে তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।

উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close