শুক্রবার সন্ধ্যায় সিআইএফ কর্মীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে উইত্তেজনা ছড়িয়েছে কলকাতা বিমানবন্দরে। মৃত ওই সিআইএফ কর্মীর নাম পঙ্কজ কুমার দে, বয়স ৪০ বছর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
কলকাতা বিমানবন্দরে তার সহকর্মীরা জানান, শুক্রবার সন্ধ্যা ৬ টা নাগাদ পঙ্কজবাবুর শিফট চলাকালীন আচমকাই নিখোঁজ হয়ে যান তিনি। তারপর তার সহকর্মীরা সকলে মিলে খোঁজাখুঁজি শুরু করলে বিমানবন্দরের বেসমেন্টের শৌচালয়ে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে। তিনি তার সার্ভিস রিভলবার ৯ এনএম দিয়ে আত্মহত্যা করেছেন বলে অনুমান। খবর দেওয়া হয় পঙ্কজবাবুর পরিবারে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এটি আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিশ।
ফোর্টিন টাইম লাইন, কলকাতা।