kolkata : চলন্ত গাড়িতে আগুন, ভয়ের মধ্যেই রয়েছেন চালক

আরও পড়ুন

শুক্রবার সন্ধ্যাবেলা সল্টলেক সেক্টর ফাইভের রাস্তায় চলন্ত একটি গাড়িতে আচমকাই আগুন লেগে যায়। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকা চত্বরে।

প্রতক্ষদর্শীরা জানান, একটি গাড়ি টেকনোপলিশ মোড় থেকে নিউটাউনের উদ্দেশে রওনা হচ্ছিল। আচমকাই গাড়িটি থেকে ধোঁয়া বেরোতে শুরু করলে পেছনে থাকা অন্য গাড়ির চালকেরা চিৎকার চেঁচামেচি করে কোনোমতে ওই গাড়ির চালককে বিষয়টি জানান। গাড়ি থেকে ধোঁয়া বেরোনোর ঘটনাটি ওই গাড়ির চালকের কানে যেতেই তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পড়েন তিনি। নামার সঙ্গে সঙ্গেই দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। ফলে নিশ্চিত দুর্ঘটনায় মৃত্যুর কবল থেকে বেঁচে যান আগুন ধরে যাওয়া গাড়ির ওই চালকটি।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী-সহ একটি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকলবাহিনীর অনুমান, শর্ট সার্কিট-এর কারণেই এমন ঘটনার শিকার হয়েছেন ওই গাড়ির চালক। তবে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে । ঠিক সময়ে বেরিয়ে আসার কারনে গাড়ির চালকের কোনও ক্ষতি হয়নি। কিন্তু আতঙ্কে রয়েছেন আগুন ধরে যাওয়া ওই গাড়ির চালক।

ফোর্টিন টাইমলাইন, সল্টলেক, কলকাতা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close