যখন গোটা রাজ্য জুড়ে চলছে এস এস সি দুর্নীতিক ঘিরে তোলপাড় ঠিক সেই সময় তৃণমূলের নীল সাদা রং কে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতর। কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকে জয়ী সেতুর রং নীল সাদা কেনও? সরব হয়েছেন খোদ বি জে পি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। মেখলিগঞ্জ ব্লকের আওতায় থাকা বিভিন্ন গ্রামপঞ্চায়েত কার্যালয় ও তার গেটগুলিতেও করা হয়েছে নীল সাদা রং।
তবে প্রশ্ন উঠেছে এর পিছনের রহস্য কি ? রাজনৈতিক সুবিধা নিতেই কি এই পরিকল্পনা করেছেন শাসক দল তৃণমূল। এই বিষয়ে মেখলিগঞ্জ ব্লকের সংখ্যালঘু সেলের বিজেপি নেতা বলছেন-অঞ্চল অফিস এখন পার্টি অফিসে পরিণত হয়েছে। পিসি ভাইপো-র রঙের ফ্যাক্টরি রয়েছে।
প্রসঙ্গত,তাই নীল সাদা রং করে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন তারা । তিনি আরও জানান, যারা কাটমানি ফেঁসাদে পড়েছেন গ্রামপঞ্চায়েত কার্যালয়ের তালা বন্ধ করে এখন কাটমানি সমস্যার সমাধান করা হয়। এই বিষয়ে আর এক বিজেপি নেতা জানান। বর্তমানে সরকারি দপ্তর গুলির বাইরের দিকটাই চক চক করছেন কিন্তু ভেতরে ঘুন ধরেছে । এই বিষয়ে মেখলিগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাপ্পা মন্ডল জানান,এটা রাজনীতির কোনও বিষয় নয়। বাংলার মানুষ পছন্দ করেন নীল-সাদা রং। যারা এখানে রাজনীতি দেখছেন তারা অত্যন্ত নিম্ন মানসিকতার।