শনিবার জেলাশাসকের সঙ্গে বৈঠকের পর কুস্তাউর স্টেশন থেকে ওঠে কুর্মিদের আন্দোলন । কুর্মি সমাজের নেতা অজিতপ্রসাদ মাহাতো বলেন জেলাশাসকের সঙ্গে বৈঠকের পর কিছু আশাজনক কথাবার্তা হওয়ায় আমরা এই আন্দোলন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। তবে প্রশাসন আমাদের কথা না রাখলে আমরা আবার বৃহত্তর আন্দোলনে নামব।
কুর্মীদের সমস্যা মিটে গেলেও, এখনো পর্যন্ত সমস্যায় রয়েছেন নিত্যদিনের যাত্রীরা। কুর্মীদের রেল লাইন অবরোধের জেরে বাতিল করা হয়েছে প্যাসেঞ্জার ট্রেন সহ একাধিক এক্সপ্রেস ট্রেন। শনিবার কুর্মীদের এই আন্দোলন তুলে নেওয়ায় ধীরে ধীরে ট্রেন ও যান চলাচল স্বাভাবিক হবে বলে আশাবাদী যাত্রীরা।
ফোর্টিন টাইমলাইন, পুরুলিয়া।