Datta pukur : ভরসন্ধ্যায় জমি ব্যবসায়ীকে গুলি করে খুন

আরও পড়ুন

সোমবার সন্ধ্যায় গুলির আওয়াজে কেঁপে উঠল ২৪ পরগনার দত্তপুকুর এলাকা। গুলিবিদ্ধ হয়ে নিহত হন মন্মথ মন্ডল। ঘটনাটি ঘটেছে দত্তপুকুরের কাশিমপুর নতুনপাড়ার খেজুরতলা এলাকায়। সূত্রের খবর, সোমবার সন্ধ্যায় খেজুরতলা এলাকা দিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন মন্মথবাবু। স্থানীয় বাসিন্দারা তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। সেখানে থাকা কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। সূত্রের খবর, তিনি আগে বিজেপি-র কর্মী ছিলেন। তবে বর্তমানে তিনি কোনও দলের সঙ্গেই আর যুক্ত ছিলেন না বলে খবর। তিনি বর্তমানে সম্পূর্ণভাবে জমি কেনা-বেচার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

ঘটনার খবর পেয়ে এসডিপিও এবং দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীরা প্রাথমিকভাবে অনুমান করছেন- জমি সংক্রান্ত্র কোন শত্রুতার জেরেই এমন ঘটনা ঘটে থাকতে পারে। সোমবারের এমন ঘটনার পর শোকের ছায়া নেমে এসে দত্তপুকুর এলাকার। সেই সঙ্গে আতঙ্কেও রয়েছেন এলাকাবাসীও।

ফোর্টিন টাইমলাইন, দত্তপুকুর, উত্তর ২৪ পরগনা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close