বাংলায় বিপুল পরিমাণে ‘ল্যাংড়া’ আম উৎপাদন বেশি হলেও ভৌগোলিক স্বীকৃতি (GI Tag) পেল উত্তর প্রদেশের বারাণসী। এমন খবরে অবশ্য মন ভার হয়ে রয়েছে বাংলার। তবে বাংলার থেকেও এই রাজ্যে বেশি পরিমাণে ল্যাংড়া আমের চাষ হয় বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত বছরই GI ট্যাগ পেয়েছে মালদার তিনটি আমের প্রজাতি। মালদার লক্ষণভোগ, ফজলি এবং হিমসাগর আম এই ত্যাগের তকমা পায়। মালদা জেলা উদ্যান পালন দফতরের তরফে জিআই ট্যাগের জন্য আবেদন জানানো হয়। সেই আবেদনকে সিলমোহর দেওয়া হয়।
বাংলার ল্যাংড়া আম এবার GI ট্যাগ না পাওয়ায় স্বাভাবিকভাবেই মন খারাপ হয়ে রয়েছে বাংলার চাষিদের। তবে কেন বাংলার ল্যাংড়া GI ট্যাগের তকমা পেল না তা নিয়ে উঠছে প্রশ্ন। এবিষয়ে রাজ্যের উদ্যান পালন দফতরের এক কর্তা বলেন, ‘হিমসাগর, লক্ষ্মণভোগ, ফজলি এগুলি বাংলার একদম নিজস্ব আম। তবে ল্যাংড়া বাংলার নিজস্ব আম কি না তা জোড় গলায় বলা কঠিন। পাশাপাশি আবেদন না করলে GI স্বীকৃতি পাওয়ার প্রশ্ন থাকে না। এক্ষেত্রেও নির্দিষ্ট কিছু নিয়ম থাকে।’