গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ(cough syrup) সিরাপ উদ্ধার করল রায়গঞ্জ থানার পুলিশ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বারদুয়ারি এলাকায়। ঘটনাস্থলে আইসি সৌরভ সেনের নেতৃত্বে পুলিশ বাহিনী আটক করে একটি নীল রংয়ের ছোট চাকার ব্যক্তি মালিকানার গাড়ি(Private Car)। তল্লাশি চালিয়ে সেখান থেকে উদ্ধার হয় ১ হাজার বোতল নিষিদ্ধ কফসিরাপ। গ্রেফতার করা হয় চালক সহ ৩ জনকে। পুলিশ সূত্রের খবর, ধৃতরা হল সুমন সরকার, দিলীপ সরকার ও চালক জয়ন্ত সরকার। উদ্ধার হওয়া এই নিষিদ্ধ কফ সিরাপের বাজারমূল্য আনুমানিক ২ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রের খবর। গাড়িটি ডালোখোলার দিক থেকে আসছিল সেগুলি মালদায় পাচারের পরিকল্পনা ছিল বলে অনুমান পুলিশের। এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ফোর্টিন টাইমলাইন, বারদুয়ারি, রায়গঞ্জ।