Raiganj : বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

আরও পড়ুন

আঘাতপ্রাপ্ত হয়ে বিজেপি দল ছাড়লেন ৮৫ বছরের প্রবীন বিজেপি নেত্রী ঊষা রানী দাস। বিজেপি ছেড়ে যোগদান করলেন মা মাটি মানুষের দল তৃনমূল কংগ্রেসে। ঊষা দেবী ছাড়াও বিজেপির আইনজীবী সেলের নেতা পার্থ কিশোর ভট্টাচার্য, আইনজীবী কৌশিক বর্মন, আইনজীবী সুব্রত দাস সহ একঝাঁক বুদ্ধিজীবী, শিক্ষক ও নেতা কর্মী। রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে জেলা তৃনমূল কংগ্রেস কার্যালয়ে উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের হাত থেকে ঘাসফুলের পতাকা তুলে নিলেন বিজেপির কয়েকশো নেতা কর্মী সমর্থকেরা।

ঊষা রাণী দাসের এই তৃনমূল কংগ্রেসের দলে যোগদান কর্মসূচীতে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী, রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, জেলা মহিলা তৃনমূল কংগ্রেস সভাপতি চৈতালী ঘোষ সাহা সহ তৃনমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।

চলতি বছরের জুন মাসেই শেষ হচ্ছে রায়গঞ্জ পুরবোর্ডের মেয়াদ। এরপরেই পুরভোট হবে রায়গঞ্জ পুরসভায়। ঠিক তার আগেই রায়গঞ্জ শহরের বিজেপির বহু কর্মী, আইনজীবী এবং বুদ্ধিজীবী থেকে শুরু করে বহু সিপিএম, কংগ্রেস প্রভাবিত শিক্ষক সংগঠনের সদস্য-সদস্যারা তৃনমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের তৃনমূল কংগ্রেসে যোগ দানের ফলে মা মাটি মানুষের দলের আরও শক্তি বৃদ্ধি হল বলে দাবি করলেন উত্তর দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

দলত্যাগী বিজেপির নেতৃত্বদের মধ্যে ঊষা রানী দাস জানিয়েছেন, ” বিজেপির কাছ থেকে আঘাত অপমান ছাড়া আর কিছুই জোটেনি। মানুষের কোনও উন্নয়ন করেনা বিজেপি। জনগন যেদিকে, উন্নয়ন সেদিকে। সুতরাং, মানুষের হয়ে কাজ করার জন্যই তৃনমূল কংগ্রেসে যোগদান। “

 

 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close